নামাযের যে ৮টি ভূল আমরা করে থাকি....
সালাত হল একমাত্র রাস্তা যা দিয়ে আমরা সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবো।কিন্তু এই সালাত পড়তে গিয়ে আমরা অনেক রকম ভুল করে থাকি ,আসেন দেখে নেই---
[আল্লাহ রাব্বুল আল আমিন বলেন,নিশ্চয় নির্ধারিত সময়ে নামায আদায় করা প্রত্যেক মুমিনের উপর ফরয।(সূরা আন নিসা)]
২-তারাহুরো করে দ্রুত নামায আদায় করা।
[রাসুল(সাঃ) বলেন ধীরস্হীর ও শান্তভাবে মনযোগের সহিত নামায আদায় করো।তিনি নামাযের প্রতিটি আয়াত থেমে থেমে তেলওয়াত করতেন(সুনানে আবু দাউদ্)]
৩-রুকু সিজদাহ ঠিকমত আদায় না করা।
[নামাযে চুরি সর্ম্পকে রাসুল(সাঃ) বলেন,যারা রুকু সিজদাহ ঠিকমত আদায় করে না।(আহমদ)]
৪-সতর বা শরীর ভালভাবে না ঢাকা।
[সতর বা শরীর ঢাকা হল নামাযের অবশ্যই পালনীয় শর্ত।শরীর ঠিকমত ঢাকা না হলে নামায আদায় হবে না]
৫-নামাযের সময় এদিক ওদিক থাকানো।
[নামাযের সময় এদিক ওদিক দৃষ্টি না দিয়ে সিজদার স্হানে দৃষ্টি রাখা উচিত।এতে নামাযে মনোযোগ থাকে]
৬-নামাযের সামনে হেটে চলে যাওয়া।
[রাসুল(সাঃ) কারো নামাযের সামনে দিয়ে হেটে যাওয়া যে কত বড় অন্যায়,তা যদি সে জানতে তাহলে ৪০ দিন ,মাস কিংবা বছর পযর্ন্ত অপেক্ষা করত।(সহীহ্ বুখারী)]
৭-তারাহুরো করে জামাআতে শরীক হওয়া।
[রাসুল(সাঃ)বলেন,যখন জামাত শুরু হয়ে যায়,তারাহুরো করো না,ধীরস্হির ভাবে নামাযে অংশগ্রহন করো।যা পাও তা আদায় করে নাও এবং যেগুলো ছুটে যায় তা পরে আদায় করে নিও।(বুখারী,মুসলিম)]
৮-কড়া গন্ধযুক্ত খাবার খেয়ে নামায পড়া।
[রাসুল(সাঃ) কড়া গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে নামায পড়তে নিষেধ করেছেন।(যেমন-পিয়াজঁ,রসুন ইত্যাদি) এতে ফেরেশতাগন ও অন্যান মুসল্লীদের অসুবিধা হতে পারে।(সহীহ্ মুসলিম) ]
এমন আরো পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন,পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন।
No comments