• Breaking News

  মে‌সি‌র অজনা কিছু তথ্য,যা শু‌নে আপ‌নি অবাক হ‌য়ে যাবেন।

  ফুটবলে যেমন সেরা মেসি ,তেমন‌ি ব্যাক্তিত‌েও সেরা মেসি ,আসুন জেনে নেই... ⇲
  Lionel Messi  • ‌মে‌সির বা‌র্ষিক আয় ৮৪০লক্ষ্য,এর ৮০ ভাগেই তি‌নি ইউনি‌সেফ‌কে দান ক‌রে।
  • ‌বি‌শ্বের ১৮৯টি দে‌শে ৮৬৪৩ টি স্কুল নির্মানকারী ব্যা‌ক্তি হ‌লেন মে‌সি।
  • ৪০ মি‌লিয়ন শিশুর স্কু‌লের ব্যয়ভার বহনকারী হ‌লেন মে‌সি।
  • ‌মে‌সি চ্যা‌রি‌টেবল মে‌সি ফাউ‌ন্ডেশন প্র‌তি বছর ১০ মি‌লিয়ন পথ শিশুর আর্থিক এবং সামা‌জিক সম্যসা সমাধান ক‌রে।
  • ‌ফি‌লিস্তা‌নের উপর ইজারাইল হামলা ক‌রে তখন মে‌সি ব‌লে‌ছি‌লেন আমি ঘৃনা ক‌রি তা‌দের যারা শিশুদের উপর পযর্ন্ত হামলা ক‌রে এবং প‌রে নি‌জে গি‌য়ে ওই শিশু‌দের ১০ মি‌লিয়ন ইউরো দান ক‌রে।
  • দাত্যব সংস্হা ইউনে‌স্কোর ৪৭ ভাগ আয় আসে মে‌সির আয় থে‌কেই।
  • ‌মে‌সি ২০১৪ বিশ্বকাপের রানার্সআ‌পে পাওয়া সম্পূর্ন টাকা,আ‌র্জে‌ন্টিনার এক‌টি হাসপাতা‌লে দান ক‌রেন।
  • ‌ফোবস তা‌লিকা অন‌ুসা‌রে মে‌সি বি‌শ্বের শ্রেষ্ঠ দানকার‌ীর ম‌ধ্যে আছেন।
  • এই মানুষটা‌রে নি‌য়ে ট্রল করার আগে একবার হ‌লেও ভা‌ববেন যে তা‌কে নি‌য়ে ট্রল করার কি যোগ্যতা আছে আমা‌দের।

  এ‌রকম আরো পোস্ট পে‌তে আমা‌দের সা‌থেই থাকুন।
  ধন্যবাদ


  No comments