বিশ্বকাপ শেষ আলভেসের..
হাটুর ইনজুরির কারনে আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ রাইট ব্যাক দ্যানি আলভেস।ফ্রেঞ্চ ফাইনালে লেস হার্বয়িার্সের বিপক্ষে প্যারিস সেইন্ট-জার্মিয়ের হয়ে খেলতে গিয়ে ম্যাচ শেষের চার মিনিট আগে ইনজুরিতে পড়েন ৩৫ বছর বয়সী দ্যানি আলভেস।ম্যাচটিতে পিএসজি ২-০ গোলে জয়ী হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) আলভেসের বিশ্বকাপে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে।
সিবিএফের এক বিবৃতে বলা হয় বিশ্বকাপের আগে আলভেসের সুস্হ হয়ে ওঠার সম্ভাবনা নেই।এবারের বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনাই নেই। আগামী ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হওয়া বিশ্বকাপে ব্রাজিল রেকর্ড শষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ব্রাজিলের কিংবদন্তী তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে টুইটারে লিখেছেন "এ খবর শুনে আমি সত্যিই নিদারুন হতাশ হয়েছি"।ফুটবলাররা কোনো ম্যাচ মিস করতে চায় না।তার ওপর বিশ্বকাপের ম্যাচ না খেলতে পারার হতাশাটা অনেক বেশি। ২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে আলভেস ব্রাজিলের জার্সি গায়ে এ পযর্ন্ত ১০৭ টি আর্ন্তজাতিক ম্যাচ খেলেচেন।রাশিয়া বিশ্বকাপে মূল একাদশে তার থাকাটা প্রায় নিশ্চিত ছিল।
No comments