নতুন পরিবেশ,নতুন সর্থীত, নতুন ডেসিংরুম, তাই প্রথম দিকে একটু নার্ভাস ছিলেন সাকিব আল হাসান।আস্তে আস্তে সানরাইজ হায়দ্রাবাদের দলের সঙ্গে নিজেকে ভালোই মানিয়ে নিয়েছেন সাকিব আল হাসান।এখন দলের মধ্য মনিও বলা চলে থাকে।

আইপিত্রলে সাকিবের পথচলা নতুন নয় এর আগে কলকাতা নাইটস রাইডারর্সের জার্সি গায়ে তার পথ চলা শুরু।সাত বছরের সর্ম্পক ছিন্ন হয়েছে এবার।গতবার কলকাতার একাদশে খুব বেশি সুযোগ পাননি। বেঞ্চে বসে থাকতে হয়েছিল থাকে। নতুন দল হায়দ্রাবাদ সেই ভুল করেনি।এখন পর্যন্ত খেলা প্রতিটি ম্যাচেই একাদশে রাখা হয়েছে সময়ের সেরা এই অলরাউন্ডারকে।সাকিব আল হাসানও আস্হার প্রতিদান দিচ্ছেন।প্রতিটা ম্যাচেই কখন ব্যাট হাতে কখন বল হাতে ,আবার কখন বা অলরাউন্ডার পারফ্যরম্যান্স করে আইপিত্রলে সৌরভ ছড়াচ্ছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েtন্টি দলের অধিনায়ক। তার ভেতরে হয়তবা একটা জেদ কাজ করছে। তা হলো- দেখ কলকাতা আমি সাকিব আল হাসান।নাম্বার ওয়ান অলরাউন্ডার তোমরা আমাকে দলে না রেখে কত বড় ভুল করেছো।গত মৌসুমে একাদশে সুযোগ না দেওয়াটা ছিল তোমাদের আরেকটা ভুল।সে যাই হোক, সাকিব প্রতি ম্যাচেই দলের হয়ে অবদান রাখছেন।একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটাই তো তার কাজ ,তাই নয় কি?? হায়দ্রাবাদ এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে , জয় ৯ টিতে হার ২ টি।ব্যাট হাতে সাকিব ৮ ইনিংসে ১৫৮ রান করেছেন ,সর্বোচ্ছ ৩৫ রান।স্ট্রাইক রেট
১১৭.০৩। বোল হাতেও সাকিব উজ্জল ।মোট ৪০ ওভার বল করেছেন, ২৯৯ রান খরচায় ১২ উইকেট শিকার করেছেন।সর্বোচ্ছ ২/১৮ , ইকোনেমি
৭.৪০।
অব্যশ একদিক দিয়া সাকিব আল হাসানের প্রতি কিছুট হলেও অবিচার করা হচ্ছে। তা হলো ম্যাচ সেরার পুরষ্কার। ৭ মে ব্যাঙ্গালুরের বিপক্ষে ম্যাচ সেরা অলরাউন্ডার পারফ্যরম্যান্স করেন সাকিব।ব্যাট হাতে ৩২ বলে ৩৫ রান করে ও বল হাতে ৩৬ রানে ২ উইকেট শিকার করেন তিনি।আউট করেন কোহলি ওপ্যাটেলের মত উইকেট। ম্যাচটি জিতে হায়দ্রাবাদ ৫ রানে।অথচ ম্যাচ সেরা পুরষ্কার দেওয়া হয় ৫৬ রান করা কেন উইলিয়ামসনকে।এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে কলকাতার বিপক্ষে অলরাউন্ডার পারফ্যরম্যান্স করার পরও তাকে ম্যাচ সেরার পুরষ্কার দেয়নি।ব্যাট হাতে ২১ বলে ২৭ রান। অথচ ম্যাচ সেরা পুরষ্কার দেওয়া হয় তার সর্থীত পেসার ২১ রান খরচে ২ উইকেট নেওয়া বিলি স্ট্যানলেককে। এ নিয়ে বাংলাদেশে সাকিবের ভক্তদের মাঝে তীব্র ক্ষোভ দেখা গেছে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তা উগড়ে দিয়েছেন সর্মথকরা বলেছেন বাংলাদেশের খেলোয়াড় বলেই কি সাকিবের প্রতি এমন অবিচার??
No comments